Kulbhushan Yadav's Kidnapping | কুলভূষণ যাদব অপহরণ কাণ্ডে নয়া মোড়, দুষ্কৃতীদের হাতে মৃত্যু হলো অপহরণকারীর
Sunday, March 9 2025, 1:50 pm
Key Highlightsভারতীয় নৌসেনার আধিকারিক কুলভূষণ যাদবকে অপহরণ করে নিয়ে গিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। সেই কাজে মদত দিয়েছিল যে পাকিস্তানি, তাকেই গুলি করে হত্যা।
২০১৬ সালে ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে ইরানে তাঁর বাসস্থান থেকে অপহরণ করে পাকিস্তানিরা। পাকিস্তান কোর্টে তাঁকে গুপ্তচর দাগিয়ে দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারত এই বিচারের বিরোধিতা করলে তাকে পাকিস্তানের জেলে বন্দি করা হয়। এবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো কুলভূষণ যাদবের অপহরণকারী পাকিস্তানি। সূত্রের খবর, শুক্রবার রাতে বালোচিস্তানে ধর্মীয় গবেষক তথা মানুষ পাচারকারী মুফতি শাহ মীরকে মসজিদের বাইরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী।

