Covid-19 | ছড়াচ্ছে করোনার নয়া প্রজাতি, তিন মাসের মধ্যে ১৩টি দেশে মিলেছে নয়া স্ট্রেনের হদিশ
Wednesday, September 18 2024, 6:35 am
Key Highlightsকোভিড-১৯ এর নতুন ভ্যারিয়্যান্ট এক্সইসি মহামারির আতঙ্ক ফিরিয়ে আনতে পারে।
ফের করোনার নয়া প্রজাতির প্রকোপ। গত তিন মাসের মধ্যে ১৩টি দেশে দেখা মিলেছে এক্সইসি স্ট্রেনের। জার্মানিতে প্রথম দেখা মিলেছিল এক্সইসির। বহু রিপোর্টেই দাবি করা হয়েছে, কোভিড টিকাকেও হারিয়ে দিতে পারে এই ভ্যারিয়্যান্ট। ওমিক্রন ভ্যারিয়্যান্টের এক সাবভ্যারিয়্যান্ট এটি। যেভাবে এই স্ট্রেন দ্রুত ছড়াচ্ছে তাতে আগামিদিনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতে গত জুন ও জুলাই মাসে ৯০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

