খেলাধুলাবদলে গেল আইএসএল-এর নিয়ম, এবার দলে থাকবে ৭ ভারতীয়
আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয় ২০১৪ সালে। বর্তমানে এটি ভারতীয় ফুটবলের এক নম্বর লিগ। ক্রিকেট জগতের আইপিএল-এর মতন ফুটবলের আইএসএল-এ ভারতীয় ও বিদেশি খেলোয়াড় মিলেমিশে খেলত। নয়া নিয়ম অনুসারে আইএসএল-এর এক কর্তা জানিয়েছেন, আগে আইএসএল ৬ জন ভারতীয় এবং ৫ জন বিদেশি ফুটবলার নিয়ে খেলা হত। কিন্তু বর্তমানে, আইপিএল-এর মত আইএসএল-এও ৭ জন ভারতীয় এবং ৪ জন বিদেশি ফুটবলার খেলবে।