IPL 2021: গ্যালারিতে বল গেলেই স্যানিটাইজড, আইপিএলে একাধিক নতুন নিয়ম!

Tuesday, August 17 2021, 11:24 am
highlightKey Highlights

করোনা মহামারির মধ্যেই আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে মরুর দেশে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। করোনার মারণ প্রকোপ থেকে ক্রিকেটারদের রক্ষা করতে বিসিসিআই প্রতিবেদনে বেশকিছু বদল এনেছে। ব্যাটসম্যানের মারা শটে বল যদি স্ট্যান্ডে গিয়ে পড়ে বা স্টেডিয়ামের বাইরে চলে যায়, তাহলে বল বদলে যাবে। আগের বলটি ফিরলে সেটিকে অ্যালকোহল বেসড ওয়াইপ/ ইউভিসি দিয়ে স্যানিটাইজ করা হবে। তারপর ফের সেটিকে বলের লাইব্রেরিতে রেখে দেওয়া হবে। কোনও প্লেয়ার অন্যের পানীয়, খাবার, জলের বোতল ও পোশাক ব্যবহার করতে পারবেন না। হোটেলের গল্ফ কোর্স, বার, রেস্তোরাঁ, ক্যাফে ও জিম ব্যবহার করতে হলে সম্পূর্ণ বুকিং করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File