MPOX | HMPVর উদ্বেগের মাঝেই চিনে এবার হদিশ মিললো মাঙ্কিপক্সের নয়া স্ট্রেনের
মাঙ্কিপক্স ভাইরাসের নয়া মিউটেট হওয়া স্ট্রেইন ক্ল্যাড ওয়ানবির হদিশ মিলেছে চিনে।
HMPV নিয়ে উদ্বেগের মধ্যেই চিনে হদিশ মিললো মাঙ্কিপক্স ভাইরাসের নয়া স্ট্রেনের। জানা গিয়েছে, মাঙ্কিপক্স ভাইরাসের নয়া মিউটেট হওয়া স্ট্রেইন ক্ল্যাড ওয়ানবির হদিশ মিলেছে চিনে। চিনের সেন্টার ফর ‘ডিজিস কন্ট্রোল ফর প্রিভেনশন’ তারা মাঙ্কিপক্সের ১বি সাবক্ল্যাড ক্লাস্টারের ছড়িয়ে পড়ার খবর পেয়েছে। যে ব্যক্তির থেকে এই ভাইরাসের হদিশ মিলেছে তিনি দেশে বহিরাগত। সেই ব্যক্তি কঙ্গো থেকে চিনে গিয়েছেন বলে জানতে পেরেছে বেজিং। যদিও এর আগে, এই স্ট্রেইনের হদিশ ফ্রান্সেও পাওয়া গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- চীন
- স্বাস্থ্য
- ভাইরাস
- এইচএমপিভি
- মাঙ্কি পক্স