দেশআয়করের কোন ব্যবস্থা, নতুন না পুরোনো, কিসে লাভ আপনার !
দেশ স্বাধীন হবার পর এই প্রথম কাগজে-কলমে নয় ডিজিটালি প্রকাশ হতে চলেছে বাজেট। ২০২০ সালে করোনা মহামারীর কারণে বহু মানুষ জীবিকাহীন হয়েছেন, আবার অনেকের কমেছে মাসিক মাহিনা। পাশাপাশি নিত্য জীবনের খরচ বেড়েছে। সব মিলিয়ে এক সাংঘাতিক চ্যালেঞ্জ। গত বছরের বাজেটের ভিত্তিতে অনেক অর্থনীতিবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞদের ধারণাঅনেক আয়কর দাতাদের জন্য নতুন কাঠামোই লাভজনক; অনেকের জন্য পুরনো কাঠামোয় কর দিলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা। এখন অপেক্ষা এই সালে কি কাঠামো হতে চলেছে।