রাজ্য

Swasthya Bhawan । স্বাস্থ্য বিভাগে একগুচ্ছ রদবদল, বিবৃতি জারি করা হলো নবান্নের তরফে

Swasthya Bhawan । স্বাস্থ্য বিভাগে একগুচ্ছ রদবদল, বিবৃতি জারি করা হলো নবান্নের তরফে
Key Highlights

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে স্বাস্থ্য বিভাগে ব্যাপক পরিবর্তন, দুই শীর্ষ কর্মকর্তা সরানো।

প্রতিশ্রুতিমতো স্বাস্থ্য বিভাগে একগুচ্ছ রদবদল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে দেখা গিয়েছে, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে সরিয়ে নতুন দায়িত্বে অস্থায়ীভাবে আনা হল স্বপন সোরেনকে। তিনি যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন। স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর নতুন পদ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর। ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে থাকা সুপর্ণা দত্তকে অস্থায়ীভাবে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা করা হল।