New Garia | নিউ গড়িয়া বৃদ্ধা খুনের কিনারা, পুলিশের হাতে গ্রেপ্তার আয়া ও তাঁর পুরুষসঙ্গী!

Saturday, August 23 2025, 6:33 am
highlightKey Highlights

আয়া আশালতা সর্দার এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়দিঘি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।


বৃহস্পতিবার নিউ গড়িয়ার সমবায় আবাসনের এফ ব্লকে শ্বাসরোধ করে বৃদ্ধাকে খুনের ঘটনায় আয়া আশালতা সর্দার এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতা বিজয়া দাস(৭৯) ও তাঁর স্বামী প্রশান্ত দাস দুজনেই কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন। ছেলেমেয়ে থাকতো বাইরে। শুক্রবার ভোরে বাড়ির কাজের লোক এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। খাটের তলায় ছিল প্রশান্তবাবুর অচৈতন্য দেহ। মূলত বাড়িতে থাকা টাকাপয়সা, গয়নাগাটি লুটপাটের উদ্দেশ্যেই ধৃতরা এই কাজ করেছে বলে পুলিশের অনুমান। রায়দিঘি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File