কলকাতাতে চালু হচ্ছে লন্ডনের ধাঁচে ডবল-ডেকার ইলেকট্রিক চুল্লি! পশুদের সৎকারের জন্যও চুল্লি প্রস্তুত।

Sunday, December 20 2020, 11:19 am
highlightKey Highlights

লন্ডনের ধাঁচে এবার ডবল-ডেকার বা দোতলা ইলেকট্রিক চুল্লি চালু করছে কলকাতা পুরসভা। চারটি আধুনিক বৈদ্যুতিক চুল্লি দেহ দাহ করার পরিষেবা শুরু করছে ইএম বাইপাস লাগোয়া ধাপায়। তৈরি হচ্ছে পশুদের দাহ করার বিশেষ চুল্লিও। গোটা দেশে প্রথম বাংলাতেই এমন চুল্লি তৈরি হচ্ছে বলে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার পুরমন্ত্রী জানান, প্রমোদনগরে ভারতবর্ষের প্রথম পশুদের সৎকারের জন্য চুল্লি তৈরি হয়েছে। অত্যাধুনিক এই চুল্লিতে কম সময়ে পশুদের দেহ দাহ করা যাবে। আগামী মঙ্গলবারই তার শুভ উদ্বোধন করবেন ফিরহাদ। এদিকে, ধাপার মাঠে ডাবল-ডেকার চুল্লির যে দুটি উইং আছে, তার মধ্যে একটি চলতি মাসের শুরুতেই চালু হয়ে যাবে। আর অন্যটির উদ্বোধন হবে আগামী ১০ জানুয়ারি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File