রাজ্য

Dheu Sagar Park | ভাঙা যাবে না দিঘার ঢেউ সাগর পার্ক! পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

Dheu Sagar Park | ভাঙা যাবে না দিঘার ঢেউ সাগর পার্ক! পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের
Key Highlights

নিউ দিঘার ঢেউ সাগর পার্ক ভাঙার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট।

২০২০ সালে রাজ্য সরকারের সাহায্যে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই 'ঢেউ সাগর পার্ক' নির্মাণ করে। তারপর থেকেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পার্কটি। পরবর্তীতে জাতীয় পরিবেশ আদালতের একটি সার্ভেতে দেখা যায় পার্কটি তৈরী করার সময় উপকূলীয় বিধি ভঙ্গ হয়েছে। ৩ মাসের মধ্যে পার্কের অবৈধ নির্মাণ ভেঙে এলাকাটিকে পূর্বাবস্থায় পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। গত ২৯ জানুয়ারি এই নির্দেশের ওপর ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট।