Pahalgam Attack | পাকিস্তানের সাথে ডাক যোগাযোগ বন্ধের নির্দেশ নয়াদিল্লির !

Saturday, May 3 2025, 6:02 pm
highlightKey Highlights

এবার ঘোষণা করা হল, শুধু পণ্য নয়, পাকিস্তান থেকে কোনওরকম চিঠি বা পার্সেল আসবে না ভারতে। দুদেশের মধ্যে ডাক পরিষেবাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দিল্লি।


পহেলগাওঁ সন্ত্রাসবাদী হামলায় ২৬ নিরপরাধ পর্যটকের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়েছে রয়েছে জম্মু কাশ্মীর সীমান্ত। প্রতিবেশী দেশের সাথে একের পর এক কূটনৈতিক স্ট্রাইক চালাচ্ছে ভারত। বন্ধ হয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। দুদেশের মধ্যে বাণিজ্যও বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে এবার পাকিস্তানের সঙ্গে জল,স্থল এবং আকাশপথে সমস্তরকম ডাক এবং পার্সেল আদানপ্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিলো নয়াদিল্লি। এবার থেকে শুধু পণ্য নয়, কোনোরকম পাকিস্তানি চিঠি বা পার্সেলও আসবে না ভারতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File