New Delhi Air Pollution । রাজধানী নয়াদিল্লি ঢাকছে দূষিত বাতাসে, বন্ধ হচ্ছে যান চলাচল
Thursday, November 14 2024, 5:54 am
Key Highlights
দূষণের বায়ুতে ঢাকছে রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার শহরের বাতাসের গুণমান ‘গুরুতর’ থাকলে বিধিনিষেধ আরোপ হতে পারে রাজধানীতে৷ বন্ধ হতে পারে নির্মাণকাজ, যানবাহন চলাচল।
দূষণের বায়ুতে ঢাকছে রাজধানী নয়াদিল্লি। এই মরশুমে প্রথমবার এতটা দূষিত হলো দিল্লি। বৃহস্পতিবার সকাল ৮ টায় শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়িয়েছে ৪২৮ এ৷ যা গতকালের থেকে অনেকটাই বেশি৷ কেন্দ্রীয় দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা অবশ্য এই অবনতির কারণ হিসাবে ঘন কুয়াশাকে দায়ী করেছেন৷ যদি বৃহস্পতিবার শহরের বাতাসের গুণমান ‘গুরুতর’ থাকে, তাহলে GRAP এর তৃতীয় ধাপের অধীনে বিধিনিষেধ আরোপ হতে পারে রাজধানীতে৷ বন্ধ হতে পারে নির্মাণকাজ, যানবাহন চলাচল।
- Related topics -
- নয়াদিল্লি
- আবহাওয়া
- বায়ুদূষণ
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- পরিবেশ দূষণ
- এয়ার কোয়ালিটি ইনডেক্স
- কুয়াশাচ্ছন্ন