India-Canada | খলিস্তানপন্থী নিজ্জরের খুন নিয়ে তৈরী হয়েছিল দূরত্ব, ৯মাস পর কানাডায় রাষ্ট্রদূত নিয়োগ ভারতের

তিক্ততা ভুলে সম্পর্ক জোড়া দিতে চলেছে ভারত ও ক্যানাডা। নয় মাস পর সেই দেশে রাষ্ট্রদূত নিযুক্ত করল নয়াদিল্লি।
জাস্টিন ট্রুডোর আমলে খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরের খুনকে কেন্দ্র করে ভারত কানাডার সম্পর্কে ফাটল ধরেছিল। এঘটনায় সরাসরি ভারতের তৎকালীন হাইকমিশনার সঞ্জয়কুমার সাক্সেনা এবং আরও কয়েকজন কূটনীতিকের দিকে আঙুল তোলে ট্রুডো। এঘটনার ৯ মাস পর কানাডায় রাষ্ট্রদূত নিয়োগ করলো নয়াদিল্লি। ১৯৯০ আইএফএস ব্যাচের অফিসার দীনেশ কে পটনায়েক শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবেন। রাষ্ট্রসংঘ ও ভারতের বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে তিনি স্পেনের ভারতীয় দূতাবাসের দায়িত্বে রয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- কানাডা
- ভারত
- রাষ্ট্রদূত