সূর্যালোকে মাত্র ১ ঘন্টা, ৯৯.৯৯ শতাংশ ব্যকটেরিয়া ও ভাইরাস মুক্ত হবে আপনার সুতির মাস্ক !

Wednesday, February 24 2021, 8:39 am
highlightKey Highlights

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, সুতির মাস্ক ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে উপযোগী। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর ডেভিস গবেষকরাএক সমীক্ষার পর জানাচ্ছেন যে তাঁরা একটি নতুন সুতির মাস্ক নিয়ে পরীক্ষা করেছেন। তাতে দেখা গেছে, কাপড়ের তৈরির তিন স্তরের মাস্ক ২২ ন্যানোমিটারের ভাইরাসকে আটকাতে সক্ষম হচ্ছে ও মাস্কের উপরিতলে ব্যাকটিরিয়া এবং ভাইরাস বেঁচে থাকে। সেই মাস্ক ধুয়ে দিবালোকে এক ঘন্টা রাখলে reactive oxygen species (ROS) প্রকাশ করছে, যার ফলে নাশ হচ্ছে ৯৯.৯৯ শতাংশ ব্যকটেরিয়া ও ভাইরাস এবং তা পরে পুনর্বাবহারযোগ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File