রাজ্য

Bengal Safari | বেঙ্গল সাফারিতে নয়া আকর্ষণ! মার্চ থেকেই দেখতে পাওয়া যেতে পারে সিংহ!

Bengal Safari | বেঙ্গল সাফারিতে নয়া আকর্ষণ! মার্চ থেকেই দেখতে পাওয়া যেতে পারে সিংহ!
Key Highlights

সব ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকে বেঙ্গল সাফারিতে লায়ন সাফারির সুযোগও মিলতে পারে।

বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাঘ সহ বিভিন্ন বন্য জীবজন্তুরা। 'খাঁচাবন্দি' গাড়িতে মানুষ। পর্যটকদের বড় আকর্ষণ শিলিগুড়ির বেঙ্গল সাফারি। এবার সেই সাফারিতে দেখা যেতে পারে সিংহও! সব ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকে বেঙ্গল সাফারিতে লায়ন সাফারির সুযোগও মিলতে পারে। বছর খানেক আগে ত্রিপুরার সিপাইজলার চিড়িয়াখানা থেকে দুটি সিংহকে আনা হয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তাদেরই সাফারিতে আনার কথা চিন্তা করা হচ্ছে। জানা গিয়েছে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এই লায়ন সাফারি শুরু হতে পারে।