Nima Rinji Sherpa । মাত্র ১৮ বছর বয়সেই পায়ের তলায় ১৪টি আট হাজারি শৃঙ্গ! বিশ্ব রেকর্ড গড়লেন নেপালের নিমা রিনজ়ি শেরপা
Wednesday, October 9 2024, 4:50 pm
Key Highlightsসারা বিশ্বে সবচেয়ে কম বয়সে ১৪টি আট হাজারি শৃঙ্গ জয় করার নজির গড়লেন নেপালের নিমা রিনজ়ি শেরপা।
মাত্র ১৮ বছর বয়সেই গড়লেন বিশ্ব রেকর্ড। বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গ পায়ের তলায়। সারা বিশ্বে সবচেয়ে কম বয়সে ১৪টি আট হাজারি শৃঙ্গ জয় করার নজির গড়লেন নেপালের নিমা রিনজ়ি শেরপা। সম্প্রতি চিনে মাউন্ট শিশাপাংমা জয় করার পরেই এই পালক জুড়েছে নিমা রিনজি শেরপার মুকুটে। এই অভিযানে নিমার সঙ্গী ছিলেন পাসাং নুরবু শেরপা। জানা গিয়েছে, বয়স ১৬ পেরোতেই শুরু হয়েছিল তার আট হাজারি শৃঙ্গ অভিযান। নিমা রিনজি শেরপার পরিবারেও অনেকেই পর্বতারোহণের সঙ্গে যুক্ত।
- Related topics -
- নেপাল
- অন্যান্য
- ভাইরাল
- বিশ্ব রেকর্ড

