KP Sharma Oli | খুন থেকে জেলজীবন, অনৈতিক উপায়ে প্রধানমন্ত্রী হওয়া থেকে সুপ্রিম রোষ, কে এই কেপি শর্মা ওলি?
Tuesday, September 9 2025, 3:38 pm
Key Highlights২০১৫ সালের ১২ অক্টোবর প্রথমবার নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন ওলি। যদিও সেই সময়ে ক্ষমতা খুব বেশিদিন তাঁর হাতে ছিল না।
১৯৫২ সালে পূর্ব নেপালে জন্ম হয় কেপি শর্মা ওলির। ১৮ বছর বয়সে ‘দ্য কমিউনিস্ট পার্টি’তে যোগদান করেন। কৃষকহত্যার অভিযোগে ২২ বছর বয়সে জেলে যান। ১৪ বছর জেল খাটার পর নেপাল কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ২০১৫ সালের ১২ অক্টোবর প্রথমবার নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। ২০১৬তে কমিউনিস্ট পার্টি জোট সরকার থেকে সমর্থন তুলে নিলে পদত্যাগ করেন। ২০১৮তে ফের নেপালের কুর্সি পেলেও ২০২১এর আস্থা ভোটে অসাংবিধানিক কারণে ক্ষমতা হারান। ২০২৪ সালে দাহাল সরকার আস্থা ভোটে হারায় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পদে বসেন ওলি। ফের হারালেন গদি।

