আন্তর্জাতিক

Nepal | এভারেস্টের দেশে-আইনককানুন সর্বনেশে! জেল থেকে পালালো ১৫ হাজার দাগি অপরাধী, সেনার গুলিতে মৃত ৫

Nepal | এভারেস্টের দেশে-আইনককানুন সর্বনেশে! জেল থেকে পালালো ১৫ হাজার দাগি অপরাধী, সেনার গুলিতে মৃত ৫
Key Highlights

শোনা যাচ্ছে, নেপালের বিভিন্ন জেল ভেঙে পালিয়েছে প্রায় ১৫ হাজার দাগি অপরাধী।

জ্বলছে নেপাল। বিক্ষোভকারীরা দলে দলে সরকারি সম্পত্তি ধূলিসাৎ করার খেলায় মেতেছে। তালিকায় রয়েছে সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, মন্ত্রীদের বাড়ি মায় জাতীয় জেলও। সূত্রের খবর, নেপালের বিভিন্ন জেল কাঠমান্ডুর দিল্লিবাজার কারাগার সহ চিতওয়ান, নখু, ঝুমকা এবং জলেশ্বরের একাধিক কারাগার ভেঙে পালিয়েছে প্রায় ১৫ হাজার দাগি অপরাধী। ভারতে ঢোকার চেষ্টা করছে তাঁরা। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর থেকে গ্রেপ্তার হয়েছে ৫ জন। সংশোধনাগার থেকে কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করতেই সেনার গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৭।