আন্তর্জাতিকভুটানের পর এবার রামদেবের পতঞ্জলির করোনিলের বিক্রি বন্ধ করল নেপাল সরকার
করোনার বিরুদ্ধে লড়তে রামদেব বাবা তৈরী করে পতঞ্জলির ওষুধ করোনিল। এই ওষুধ বাজারে বিক্রি হলেও তার কার্যকারিতা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই এই যুক্তিতে নেপাল সরকার বন্ধ করল করোনিলের বিক্রি। নেপালের ডিপার্টমেন্ট অব আয়ুর্বেদ অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিনস একটি নির্দেশিকায় জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম না মেনেই নেপালে করোনিলের ১৫০০ কিট পাঠানোর হয় উপহার হিসাবে। তবে পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ করোনিল এখনই নিষিদ্ধ করা হচ্ছে না, কেবল বন্ধ থাকবে বিক্রি।