আন্তর্জাতিক

Nepal | সোশাল মিডিয়া ইস্যুতে জোরদার বিক্ষোভ নেপালে, মৃত ২১, পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর!

Nepal | সোশাল মিডিয়া ইস্যুতে জোরদার বিক্ষোভ নেপালে, মৃত ২১, পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর!
Key Highlights

সূত্রের খবর, বিরোধীদের ক্রমাগত চাপে আন্দোলন থামাতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি দিয়েছেন ওলি।

সোশাল মিডিয়া নিষিদ্ধ করেছে নেপালের কেপি শর্মা ওলি সরকার। এরপরই সেদেশে প্র্রতিবাদ আন্দোলনে নেমেছে তরুণ প্রজন্ম। সংসদ ভবন থেকে কাঠমান্ডুর রাস্তা, সর্বত্র প্রতিবাদ মিছিল করছে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই পুলিশ-নিরাপত্তারক্ষী সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। আহত কমপক্ষে ২৫০ জন। কাঠমান্ডু,বীরগঞ্জ, ভৈরহাওয়া, বুটওয়াল, পোখরা, ইটাহারি এবং দামকে কারফিউ জারি করেছে প্রশাসন। বিক্ষোভে প্রাণহানী রুখতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ চাইছে বিরোধীরা।