Nepal protests | বিক্ষোভের জের, পরপর নেপাল ট্রিপ ক্যান্সেল পর্যটকদের, পুজোর মুখে বিশ বাওঁ জলে পর্যটন
Thursday, September 11 2025, 4:08 am
Key Highlightsপুজোর মুখেই অগ্নিগর্ভ নেপাল। পরপর ভ্রমণ বাতিল করছেন বাঙালি পর্যটকরা।
সোশ্যাল মিডিয়া বাতিলের জেরে ব্যাপক বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল। পতন হয়েছে ওলি সরকারের। এর আঁচ এসে পড়েছে পর্যটন শিল্পে। সূত্রের খবর, অশান্ত পরিস্থিতিতে জেরে নেপাল সফর বাতিল করছেন বিপুল সংখ্যক পর্যটক। কলকাতার পর্যটন ব্যবসায়ী বিপ্রনাথ মজুমদার বলেন, ‘বাংলা থেকে শুধু পুজোয় কমপক্ষে ১২ থেকে ১৫ হাজার পর্যটকের নেপালের বুকিং ছিল। পহেলগামে জঙ্গিহানা আর হিমাচল এবং উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের পরে নেপালই এ বারের হটস্পট। তিন দিনে সব বুকিং বাতিল।’ মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের।
- Related topics -
- বাণিজ্য
- পর্যটন কেন্দ্র
- পর্যটক
- নেপাল পার্লামেন্ট
- নেপাল
- বিমান বাতিল
- বিক্ষোভ

