আন্তর্জাতিক

পার্লামেন্ট ভঙ্গ! চরম রাজনৈতিক অস্থিরতা নেপালে।

পার্লামেন্ট ভঙ্গ! চরম রাজনৈতিক অস্থিরতা নেপালে।
Key Highlights

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির অনুরোধে রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী ভেঙে দিলেন দেশের পার্লামেন্ট। কিন্তু কোনও দলের সঙ্গে আলোচনা ছাড়াই যেভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হল তাতে আপত্তি জানিয়েছে নেপাল কমিউনিস্ট পার্টি। ইস্তফা দিয়েছেন দলের ৭ ক্যাবিনেট মন্ত্রী। নেপালি রাষ্ট্রপতি জানিয়েছেন, আগামী বছর ৩০ এপ্রিল ও ১০ মে দুই পর্যায়ে ভোট হবে। এদিকে নেপালের জনতা তাদের পুরনো হিন্দুরাষ্ট্রের দাবি তুলে পথে নেমেছে। ফলে ঘরে বাইরে চাপে নাজেহাল অলি, পার্লামেন্ট ভেঙে দিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রমে আনার চেষ্টা চালাচ্ছেন।