Kathmandu | অশান্ত নেপাল, কাঠমান্ডু এয়ারপোর্টে নোটাম জারি কতৃপক্ষের, মাঝপথ থেকে ফিরলো এয়ার ইন্ডিয়ার বিমান
Wednesday, September 10 2025, 6:40 am

মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ বিমানবন্দর বন্ধের জন্য নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করে কাঠমান্ডুর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)।
নেপালে জ্বলছে বিক্ষোভের আগুন। তার আঁচ পড়লো আকাশপথেও। মঙ্গলবার কাঠমান্ডু বিমানবন্দরেও আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার দুপুরে দিল্লি থেকে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট। আকাশ থেকে বিমানবন্দরের ধোঁয়া দেখতে পান পাইলট। আবার দিল্লিতে ফিরে যায় বিমান। ফিরে যায় একটি ইন্ডিগো ফ্লাইটও। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ বিমানবন্দর বন্ধের জন্য নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করে কাঠমান্ডুর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)। আপাতত সব ফ্লাইট বন্ধ বাতিল করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল পার্লামেন্ট
- নেপাল
- ভারতীয় বিমান
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান চালক
- বিমান পরিষেবা
- কাঠমান্ডু