Nepal GenZ Protest | দুমাসেই ছন্দপতন! ফের নেপালের রাস্তায় নেমেছে Gen-Zরা, কারফিউ জারি পুলিশের

বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সমর্থক ও সিপিএন-ইউএমএল-র কর্মী।
দুমাস আগে নেপালের জেন-জি বিক্ষোভের জেরে সরেছে কেপি ওলির সরকার। সেদেশে জারি হয়েছে অন্তর্বর্তী শাসন। বর্তমানে নেপালের দায়িত্বে রয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। আপাতভাবে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে তাল কেটেছে বুধবার। এদিন নেপালের বারা জেলায় সরকার বদলের দাবিতে ফের পথে নামে যুব বিক্ষোভকারীরা। অনুমান, বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সমর্থক ও সিপিএন ইউএমএলর কর্মী। বিক্ষোভ সামলাতে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কার্ফু জারি করেছে জেলাশাসকের দফতর।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- নেপাল পার্লামেন্ট
- বিক্ষোভ
