Nepal | বুদ্ধভূমি না বধ্যভূমি? প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন, পদত্যাগ ওলির, জ্বলছে নেপাল

Tuesday, September 9 2025, 2:21 pm
highlightKey Highlights

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ায় গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের।


নেপালে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এক মারণ বিক্ষোভে পরিণত হয়েছে। সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারেও শেষরক্ষা হয়নি। সংসদ ভবনের সমস্ত দরজা খুলে উত্তেজিত যুব প্রতিবাদীরা অর্থমন্ত্রীকে পেটাতে শুরু করে। প্রাণ বাঁচিয়ে পালিয়েছেন তিনি। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ওলি সহ একাধিক উপমন্ত্রী। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ায় গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File