Nepal | রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভে উত্তাল নেপাল! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামলো সেনা!
Saturday, March 29 2025, 11:00 am

অতীতের রাজতন্ত্র ফেরানো হোক, হিন্দুরাষ্ট্র হয়ে উঠুক নেপাল’, এই দাবিতে হিংসাত্মক আন্দোলনে নেমেছে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থকরা।
অতীতের রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল। 'অতীতের রাজতন্ত্র ফেরানো হোক, হিন্দুরাষ্ট্র হয়ে উঠুক নেপাল’, এই দাবিতে হিংসাত্মক আন্দোলনে নেমেছে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থকরা। এই বিক্ষোভে ব্যাপক হিংসা, অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনায় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সেনা। চলছে রাজপথে টহলদারিও। হিংসা থামাতে কাঠমান্ডু সহ একাধিক শহরে কার্ফু জারি হয়। বিক্ষোভে পুলিশকে পাথর ছোড়ার পাশাপাশি রাস্তায় যানবাহনে আগুন দেওয়া ও দোকানপাঠ লুটের ঘটনা চলে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- বিক্ষোভ