এবার কোভিড পজিটিভ রণবীর কাপুর, রয়েছেন কোয়ারেন্টিনে, আরোগ্য কামনায় টুইট করলেন নীতু কাপুর
Tuesday, March 9 2021, 7:49 am
Key Highlightsকিছুদিন আগে রণধীর কাপুরকে ভাইপো রণবীর কাপুরের স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে রণবীর ভাল নেই। তবে এই ব্যাপারে তিনি কাউকে স্পষ্টভাবে কিছু জানাননি। ফলে তার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠছিল। এদিন অভিনেতার মা নিতু কাপুর একটি টুইট করেন। যার মাধ্যমে জানা যায় যে অভিনেতা রণবীর কাপুর-এর দেহে করোনা ভাইরাস থাবা বসিয়েছে এবং তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি আরও জানিয়েছেন যে রণবীর তাঁর মুম্বাইয়ের বাড়িতে সমস্ত কোভিড বিধি মেনে কোয়ারেন্টিনে রয়েছেন। রণবীরের জন্য অনুরাগীরা এবং শুভানুধ্যায়ীরা যেভাবে প্রার্থনা করছেন, তার জন্যও প্রত্যেককে ধন্যবাদ জানান নীতু কাপুর।
- Related topics -
- সেলিব্রিটি
- রণবীর সিং
- করোনা-পরীক্ষা
- কোভিড পজিটিভ
- অভিনেতা
- ভারতীয়
- লাইফস্টাইল

