শিক্ষান্যাশনাল টেস্টিং এজেন্সি ঘোষণা করলো নিট পরীক্ষার দিন
আগামী ১ আগস্ট হবে নিট পরীক্ষা। গতকাল, শুক্রবার এই ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ১১টি ভাষায় নেওয়া হবে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা নিট। অফলাইনেই নেওয়া হবে এই পরীক্ষা বলে জানিয়েছে নিয়ামক সংস্থা। গত শুক্রবার, বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যেখানে তারা বলেছে, এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে নিটের মাধ্যমে।