Homebound | অস্কার তালিকা থেকে ছেঁটে ফেলা হলো ‘হোমবাউন্ড’-কে, আশাহত ভারত

Thursday, January 22 2026, 4:28 pm
Homebound | অস্কার তালিকা থেকে ছেঁটে ফেলা হলো ‘হোমবাউন্ড’-কে, আশাহত ভারত
highlightKey Highlights

বৃহস্পতিবার অ্যাকাডেমির তরফে প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল, ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেনের মতো দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গিয়েছে ‘হোমবাউন্ড’।


গতবছর ২৬ সেপ্টেম্বর মুক্তি পায় নীরজ ঘাওয়ানের ছবি ‘হোমবাউন্ড’। কানের মঞ্চে বন্ধুত্ব ও পরিযায়ী শ্রমিকদের করুণ প্রেক্ষাপটে নির্মিত এই ছবি দেখে মুগ্ধ হন খোদ মার্টিন স্করসেসি। মিলেছিল স্ট্যান্ডিং ওভেশনও। করণ জোহর জানিয়েছিলেন, অস্কার পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের তালিকায় ‘হোমবাউন্ড’ পনেরোটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে। তবে বৃহস্পতিবার অ্যাকাডেমির তরফে প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল, ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেনের মতো দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গিয়েছে ‘হোমবাউন্ড’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File