খেলাধুলা

Neeraj Chopra | ফের সোনা জয় নীরজের! ওসট্রাভা গোল্ডেন স্পাইকে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণপদক আনলেন ভারতীয় জ্যাভলার!

Neeraj Chopra | ফের সোনা জয় নীরজের! ওসট্রাভা গোল্ডেন স্পাইকে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণপদক আনলেন ভারতীয় জ্যাভলার!
Key Highlights

ওসট্রাভা গোল্ডেন স্পাইকে প্রথমবার অংশ নিয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া।

'সোনার ছেলে' মাঠে নেমে সোনা জিতবে না এই ঘটনা খুব কমই হয়েছে। ফের সোনা জয় অলিম্পিক্স জোড়া পদকজয়ী নীরজ চোপড়ার। ওসট্রাভা গোল্ডেন স্পাইকে প্রথমবার অংশ নিয়ে সোনা জিতলেন তিনি। ২৪ জুন নীরজ তাঁর ইভেন্টে খেলতে নেমে ৮৫.২৯ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে সোনা জিতেছেন। এই ইভেন্টে ৮৪.১২ মিটার থ্রো করে রুপো জেতেন দক্ষিণ আফ্রিকার ডৌ স্মিথ। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স ৮৩.৬৩ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে ব্রোঞ্জ জেতেন। উল্লেখ্য, এর আগে গত ২০ জুন তিনি প্যারিস ডায়মন্ড লিগ জেতেন নীরজ।