Neeraj Chopra | বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, ফাইনালে আশা সচিন যাদব

Thursday, September 18 2025, 1:15 pm
highlightKey Highlights

জ্যাভেলিন ফাইনাল থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া। পঞ্চম রাউন্ড পর্যন্ত এগোতে পারলেও ষষ্ঠ রাউন্ডে গিয়ে ছিটকে গেলেন তিনি।


ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন ফাইনাল থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নীরজ ৮৩.৬৫ মিটার থ্রো করে ষষ্ঠ স্থানে শেষ করেন। তাঁর পরেই ৮২.৭৩ মিটার থ্রো করে শেষ করেন পাকিস্তানের আরশাদ নাদিম। দ্বিতীয় রাউন্ডের শেষে ৮৪.০৩ মিটার থ্রো করে নীরজ চলে যান অষ্টম স্থানে। তৃতীয় রাউন্ডে থ্রো বাতিল হওয়ায় নীরজ চলে যান অষ্টম স্থানে। ফলে ৮৪.০৩ মিটারের সেরা থ্রো নিয়েই সন্তুষ্ট হয়ে ছিটকে যেতে হলো তাঁকে। আরশাদ নাদিম ছিটকে যান দশম স্থানে শেষ করে। ভারতের সচিন যাদব এখনও লড়াইয়ে রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File