Neeraj Chopra | অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সোনার ছেলে 'নীরজ', কোনোমতে ফাইনালে উঠলেন আরশাদও

বৃহস্পতিবার টোকিওয় প্রথম থ্রোয়েই তাঁর জ্যাভলিন ৮৪.৮৫ মিটারের দূরত্ব অতিক্রম করে।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া, আরশাদ নাদিম, দাউইদ ওয়েগনার সহ একগুচ্ছ জ্যাভলিন তারকা। ফাইনালে ওঠার জন্যে এদিন দরকার ছিল ৮৪.৫০ মিটারের থ্রো। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘এ’তে প্রথম থ্রোতেই ৪.৮৫ মিটারের দূরত্ব অতিক্রম করে নীরজের থ্রো। সহজেই ফাইনালে ওঠেন তিনি। জার্মানির জুলিয়ান ওয়েবার দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.২১ মিটার ছুড়ে এবং পোল্যান্ডের দাউইদ ওয়েগনার ৮৫.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনালে উঠেছেন। তৃতীয় থ্রোয়ে ৮৫.২৫ মিটার ছুড়ে ফাইনালে পৌঁছেছেন পাকিস্তানের আরশাদ নাদিম।