স্বাস্থ্য'শুধুই পরিস্রুত পানীয় জল নয়, সঙ্গে প্রয়োজন বিশুদ্ধ বাতাসও', পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা
সম্প্রতি ১৪টি দেশের মোট ৩৯ জন বিজ্ঞানী মিলে একটি গবেষণায় অংশ নিয়েছিলেন, যার ফলাফল আন্তর্জাতিক জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত হয়েছে। তাঁদের গবেষণা অনুযায়ী, আমরা যেমন আমাদের পরিষ্কার পানীয় জলের প্রতি খেয়াল রাখি; ঠিক তেমনই শরীর সুস্থ রাখতে বিশুদ্ধ বাতাসও দরকারি। যদি বাড়িতে কেউ জ্বরজারি বা শ্বাসপ্রশ্বাসের রোগে আক্রান্ত হয় এবং যদি ঘরের বাতাস পরিষ্কার হয়, তবে রোগী দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এতদিন যা সাধারণ জনগণের মুখে প্রায়সই শোনা যাচ্ছিল যে, "বাতাসে ছড়াতে পারে সার্স-কোভ-২"। এবার এই মতবাদকে স্বীকার করে নিল হু এবং সিডিসি।