Pakistan | এবার পাকিস্তানে জঙ্গি হামলা! ৫৪ জঙ্গি নিকেশের পরেই ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু ৭ জনের!
Monday, April 28 2025, 1:25 pm
Key Highlightsগতকালই পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ জন টিটিপি জঙ্গিকে খতম করে পাক নিরাপত্তাবাহিনী। এবার সেখানেই জঙ্গি হামলা!
গতকালই পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ জন টিটিপি জঙ্গিকে খতম করে পাক নিরাপত্তাবাহিনী। এবার সেখানেই জঙ্গি হামলা! শান্তিবৈঠক চলাকালীন ওয়াজিরিস্তানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেখানে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জন। তবেআহত বহু। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তির টিটিপির দিকেই। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলাটি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। এর আগে একাধিক বার প্রকাশ্যে টিটিপির বিরোধিতা করেছিল ওই শান্তি কমিটি।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- বিস্ফোরণ
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী

