Doctors Strike | আর জি কর কাণ্ডের পর থেকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন অন্তত ৬ লক্ষ মানুষ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে জানা গিয়েছে,২৩ আগস্ট পর্যন্ত কর্মবিরতির জেরে পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন অন্তত ৬ লক্ষ মানুষ। কর্মবিরতির জেরে আউটডোর পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন ৫ লক্ষ ৪০ হাজার। ২৩ আগস্ট পর্যন্ত ইনডোরে ভর্তির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সাড়ে ৩৭ হাজার মানুষ। আন্দোলনের জেরে সরকারি মেডিক্যাল কলেজগুলির ইমার্জেন্সিতেও ২৫ হাজার মানুষ কম এসেছেন। আড়াই হাজারেরও বেশি অপারেশন কম হয়েছে।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- চিকিৎসা
- স্বাস্থ্য
- রাজ্য