মাদক মামলায় এ বার NCB-র তরফ থেকে সমন পাঠানো হল কর্ণ জোহরকে।

Friday, December 18 2020, 12:01 pm
মাদক মামলায় এ বার NCB-র তরফ থেকে সমন পাঠানো হল কর্ণ জোহরকে।
highlightKey Highlights

মাদক মামলায় এবার সমন পাঠানো হল কর্ণ জোহরকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োর ব্যাখ্যা দেওয়ার জন্য বলিউডের বিখ্যাত প্রযোজককে এনসিবি-র মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার রাতে এনসিবি সূত্রে এই খবর মিলেছে। গত সেপ্টেম্বরে কর্ণ জোহর এই ভিডিয়োটি নিয়ে একটি বিবৃতি জারি করেছিলেন। তাঁর দাবি ছিল, সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছে বলে যে রটনা রটেছে, তা ‘অপবাদমূলক’। ‘বিভিন্ন সংবাদমাধ্যমে এই অভিযোগ তোলা হয়েছে। আমাকে, আমার পরিবার, সহকর্মী এবং ধর্ম প্রোডাকশনকে অকারণে ঘৃণা এবং উপহাসের শিকার করা হচ্ছে। আমি আরও একবার স্পষ্ট করে বলতে চাই, আমি মাদক সেবন করি না এবং আমি এ জাতীয় কোনও পদার্থের প্রচারও করি না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File