মাদক মামলায় NCB গ্রেফতার করল দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজারকে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গাঁজা 
Sunday, January 10 2021, 3:23 pm
 Key Highlights
Key Highlightsমাদক মামলায় এবার অভিনেত্রী দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা-কে গ্রেফতার করল NCB। গ্রেফতার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও। জানা যাচ্ছে, তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে নসিব। শনিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালায় NCB। দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তল্লাশি চালিয়ে যশবন্ত হাইটস নামে একটি বিল্ডিংয়ে বেশকিছু ক্যুরিয়ার বাজেয়াপ্ত করা হয়। যে ক্যুরিয়ারগুলি থেকে মোট ২০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ধৃত দুই ভারতীয় মধ্যে একজন রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তাঁর বোন শায়িস্তা ফার্নিচারওয়ালা।