Neet-PG 2024 | 'নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা যুক্তিযুক্ত নয়' শীর্ষ আদালতকে জানালো কেন্দ্র! ঘোঘণা হলো ‘নিট পিজি’-র দিনক্ষণ!
নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা এবং পুনরায় পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয়, স্পষ্ট সুপ্রিম কোর্টকে জানিয়ে দিলো কেন্দ্র। পাশাপাশি এদিন ‘নিট পিজি’-র দিনক্ষণ ঘোষণা করল এনবিইএমএস।
নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা এবং পুনরায় পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয়, স্পষ্ট সুপ্রিম কোর্টকে জানিয়ে দিলো কেন্দ্র। সঙ্গে আরও জানানো হয়েছে যে নিট-ইউজি পরীক্ষায় বড় মাপের কোনও বেনিয়ম হয়নি। পাশাপাশি এদিন ‘নিট পিজি’-র দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস বা এনবিইএমএস। চলতি বছরের ১১ অগাস্ট দু’টি শিফটে নেওয়া হবে এই সর্বভারতীয় পরীক্ষা। নিট পিজির নির্ঘণ্ট দেখে নিতে প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ লগ ইন করতে বলেছে এনবিইএমএস।
- Related topics -
- দেশ
- ভারত
- নিট পরীক্ষা
- পরীক্ষা
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত