Kolkata | বছর শেষে নয়া প্রাপ্তি কল্লোলিনী কলকাতার! দেশে বিজ্ঞানমনস্ক শহর হিসেবে শীর্ষে কলকাতা
Wednesday, December 4 2024, 6:39 am
Key Highlights
নেচার ইনডেক্স জানিয়েছে, গোটা ভারতের মধ্যে শহর কলকাতা বিজ্ঞানমনস্কতায় শীর্ষে।
বছর শেষে কল্লোলিনী কলকাতার মুকুটে আরেক সাফল্যের পালক। নেচার ইনডেক্স জানিয়েছে, গোটা ভারতের মধ্যে শহর কলকাতা বিজ্ঞানমনস্কতায় শীর্ষে। বিজ্ঞানমনষ্কায় বিশ্বের নিরিখে এই মহানগরী কলকাতা ৮৪তম স্থানে। এক্স হ্যান্ডেল পোস্ট করে এই সুখবর দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে। অন্যদিকে, গবেষণা এবং বৈজ্ঞানিক প্রকাশনীর নিরিখে প্রকাশিত তালিকায় শীর্ষে চিনের বেজিং। দ্বিতীয় স্থানে রয়েছে চিনেরই শহর সাংহাই। প্রথম দশে স্থান পেয়েছে চিনের আরও বেশ কয়েকটি শহর।