NH10 | শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় ধস মেরামতির উদ্যোগ, টানা ৪ দিন বন্ধ থাকবে NH-10!

Sunday, October 12 2025, 3:24 am
highlightKey Highlights

ওই চার দিনে ১০ নম্বর জাতীয় সড়কের ধসপ্রবণ এলাকাগুলিকে মেরামত করতে চায় নিগম।


গত সপ্তাহের লাগাতার বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের তলা থেকে মাটি সরে গিয়ে তিস্তায় নেমে যায়। ব্যহত হয় যান চলাচল। শুক্রবার বিকেলে নতুন করে ধস নামে ২৯ মাইলে। বারবার ধস নামায় নাকাল হচ্ছেন পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীরা। শুক্রের সন্ধ্যাতেই ১০ নম্বর জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম জানিয়েছে, ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জাতীয় সড়কে ধস মেরামতির কাজ চলবে। ফলে এই চারদিন জাতীয় সড়ক বন্ধ থাকবে। এ কদিন ঘুরপথে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে হবে পর্যটকদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File