দেশআজকের দিনটি 'জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস' হিসেবে কেন পালিত হয় জানেন ?
আজ ২১শে মে, জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস। ১৯৮৪ সালে ভারতের ষষ্ঠ এবং কনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রচারের সময় সন্ত্রাসী সংগঠন লিবারেশন অফ তামিল টাইগার ইলমের এক অভ্যন্তরীণ এক মহিলা সদস্য যিনি আত্মঘাতী হামলাকারী ছিলেন। সেই হত্যাকাণ্ডের সময় দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রীসহ ২৫ জন নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পরে, সন্ত্রাস ও সহিংসতায় অন্য কোনও নিরীহ ব্যক্তিকে যাতে নিহত না করা হয় তার জন্য প্রতি বছর জাতীয় সন্ত্রাসবিরোধী দিবসটি পালিত হয়।