চালু হয়ে গেল উৎসব স্পেশাল ট্রেন, পুজো স্পেশাল চলবে পূর্ব রেলেও

Tuesday, October 19 2021, 7:47 pm
চালু হয়ে গেল উৎসব স্পেশাল ট্রেন, পুজো স্পেশাল চলবে পূর্ব রেলেও
highlightKey Highlights

রেল পঞ্চমী থেকে দেশজুড়ে একাধিক উৎসব স্পেশাল ট্রেন চালু করেছে। সেই ট্রেন চালু করা হয়েছে দেশের বিভিন্ন জোনের রেলে। উৎসব স্পেশাল ট্রেনগুলি চালানো হবে আগামী ২১ শে নভেম্বর পর্যন্ত। এছাড়াও হরিদ্বার-শিয়ালদহ ট্রেনের যাত্রা শুরু হলো আজ থেকেই যা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। উক্ত ট্রেনটি হরিদ্বার থেকে প্রতি রবিবার রাত ৮ টা ২০ মিনিটে ছাড়বে। শিয়ালদহে পৌঁছাবে পরেরদিন রাত ১১ টা ৫৫ মিনিটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File