Nathu La-Changur | ম্যানুয়াল পারমিট বন্ধ, নাথু লা-ছাঙ্গুর পারমিট মিলবে অনলাইনে-ঘোষণা সিকিম প্রশাসনের

সিকিম রাজ্য পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সি এস রাও জানিয়েছেন, দ্রুত এই ব্যবস্থা চালু করা হবে।
পূর্ব ও উত্তর সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে যেতে হলে রাজ্য পর্যটন দপ্তরের কাছ থেকে হাতে লেখা পারমিট সংগ্রহ করতে হতো পর্যটকদের। এবার থেকে সেই ঝঞ্ঝাট রইলো না। সিকিম রাজ্য পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সি এস রাও জানিয়েছেন, এ বার থেকে পারমিট ইস্যু করা হবে অনলাইনে। প্রতিটি অনলাইন পারমিটে কিউআরকোড দেওয়া থাকবে। দ্রুত চেকিংয়ের কাজ করতে পারবেন সরকারি আধিকারিকরা। রেসট্রিক্টেড এরিয়া পারমিট এবং প্রোটেক্টেড এরিয়া পারমিট পেতে সময় কম লাগবে। দ্রুত এই ব্যবস্থা চালু করা হবে, জানিয়েছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- উত্তরবঙ্গ
- সিকিম
- পর্যটন কেন্দ্র
