Key Highlights
সাত মাস আগে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 'পারসিভিয়ারেন্স'। শুক্রবার সেটি মঙ্গলের মাটি ছুঁয়েছে। এই যানটি মঙ্গল থেকে ফটো পাঠানোর পাশাপাশি সেখানে প্রাণের খোঁজও করছে। সেখানে গোটা এলাকাই পাথুরে,এবড়োখেবড়ো এবং উঁচু উঁচু পাহাড়ে ভরতি।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘মার্স রোভার পারসিভিয়ারেন্স’ আদপে একটি স্পেস ক্যাপসুলের ভিতরে পুরে দেওয়া রোবোটিক অ্যাস্ট্রো-বায়োলজি গবেষণাগার। এটি একটি ছয় চাকার রোভার। যেটির মঙ্গলের আকাশে নামতে সময় লেগেছিল সাত মিনিট।
- Related topics -
- নাসা
- মঙ্গল গ্রহ
- পৃথিবী