Shubhanshu Shukla | কবে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা? দিনক্ষণ জানালো NASA
Friday, July 11 2025, 6:09 am

নাসা জানিয়েছে, মহাকাশে প্রায় ১৮ দিন কাটিয়ে এবার পৃথিবীতে ফেরার সময় এসেছে এই চার নভোচারীর। পৃথিবীতে ফেরার দিনক্ষণ জানাল নাসা।
টানা দুই সপ্তাহ মহাকাশে কাটিয়ে ফেলেছেন শুভাংশুরা। গুঞ্জন শোনা যাচ্ছিল, এখনই ঘরে ফেরা হচ্ছেনা তাঁদের। তবে সেই সম্ভাবনা ওড়ালো নাসা। এদিন এক প্রেস কনফারেন্সে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ জানালেন, “আমরা Axiom 4 মিশনের গতিবিধি প্রতিমুহূর্তে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী, ওই মিশনের আনডক করার তারিখ ১৪ জুলাই।” অর্থাৎ ১৪ই জুলাই পৃথিবীতে পা রাখবেন শুভাংশু সহ ৪ মহাকাশচারী পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি উইসনিয়েস্কি এবং টিবর কাপু।