দেশ

নয়া সংসদ ভবনের ভূমি পূজা এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নমো

নয়া সংসদ ভবনের ভূমি পূজা এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নমো
highlightKey Highlights

বৃহস্পতিবার দুপুরে করোনা বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নয়া সংসদ ভবনের ভূমি পূজা এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান সংসদ ভবনের অদূরে ৬৪,৫০০ বর্গমিটার জায়গার উপরে তৈরি হবে ত্রিভূজাকৃতি নতুন সংসদ ভবন, যার জন্য প্রায় ৯৭১ কোটি টাকা খরচ হবে। নতুন সংসদ ভবনের লোকসভায় ৮৮৮ এবং রাজ্যসভায় ৩৮৪ জন সাংসদের বসার ব্যবস্থা রয়েছে এবং সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনে ১,২২৪ জন সাংসদের বসার পরিকাঠামো রয়েছে।