ক্রাইমআরিয়ানদের জেরা প্রসঙ্গে এনসিবি আদালতে দাবি করল, যেন শার্লক হোমসের উপন্যাস!
আগাথা ক্রিস্টির উপন্যাস বা শার্লক হোমসের উপন্যাসের থেকে কিছু কম নয়! মঙ্গলবার মুম্বইয়ের এক আদালতে এমনটাই মন্তব্য করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোয়াগামী প্রমোদতরীতে কী ভাবে নিষিদ্ধ মাদক পৌঁছল, তার তদন্তে যত অগ্রগতি হচ্ছে, ততই বিস্মিত হচ্ছেন এনসিবি-র তদন্তকারীরা। প্রমোদতরীতে এখনও পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এপ্রসঙ্গে এনসিবি আধিকারিকদের দাবি, ‘‘প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আসছে। জেরায় মিলছে নতুন নতুন তথ্য। শার্লক হোমস বা আগাথা ক্রিস্টির মতো গোয়েন্দা উপন্যাসের থেকে কম নয় এই মাদক-কাণ্ড।’’