রাজ্যনারদ মামলায় জামিন পেলেন রাজ্যের ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী, তবে গৃহবন্দী থাকতে হবে তাঁদের
গত ১৭ই মে, নারদ মামলায় রাজ্যের ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জী-কে গ্রেফতার করেছিল সিবিআই। সেদিন থেকে তাঁদের প্রেসিডেন্সি জেলে থাকার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। পাশাপাশি চালু ছিল নারদ মামলার শুনানির কাজও। আজ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই কেসের শুনানিতে এই ৪ নেতা-মন্ত্রীর জামিন মঞ্জুর করেছেন। তবে তাঁদের গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়েছে।