২৯ জুন ফের নারদমামলার শুনানি, মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটককে হলফনামা পেশের সুযোগ দিল সুপ্রিম কোর্ট
Thursday, July 1 2021, 2:58 pm
Key Highlights২৯ জুন ফের নারদমামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। তাঁর আগেই অর্থাৎ ২৮ জুনের মধ্যেই কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটককে দ্বিতীয়বার হলফনামা পেশের সুযোগ দিল সুপ্রিম কোর্ট। এর আগে সময়মতো হলফনামা জমা না দেওয়ায় কলকাতা হাইকোর্ট তাঁদের হলফনামা নিতে অস্বীকার করেছিল। এছাড়াও আদালতের সমস্ত পক্ষকে ২৭ জুন এর মধ্যেই হলফনামার আগাম কপিও পাঠাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটককে।