SSC | বাদ দিতে হবে ‘অযোগ্য’দের নাম, SSCর নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাফ জানালো হাইকোর্ট!
Wednesday, November 19 2025, 10:25 am
Key Highlightsসুপ্রিম কোর্টের রায় মেনে ইন্টারভিউ তালিকায় থাকা ‘অযোগ্য’দের নিয়ে সিদ্ধান্ত নিতে হবে SSCকে। যদি কোনও ‘অযোগ্য’ প্রার্থী অংশ নিয়েও নেন, তাহলে তাঁর নাম বাদ দিতে হবে বলে জানালেন বিচারপতি অমৃতা সিনহা।
সুপ্রিম কোর্টের রায় মেনে ইন্টারভিউ তালিকায় থাকা ‘অযোগ্য’দের নিয়ে সিদ্ধান্ত নিতে হবে SSCকে। যদি কোনও ‘অযোগ্য’ প্রার্থী অংশ নিয়েও নেন, তাহলে তাঁর নাম বাদ দিতে হবে বলে জানালেন বিচারপতি অমৃতা সিনহা। গত শনিবার রাতে প্রকাশিত হয় SSCর একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নামের তালিকা। কিন্তু তাতে চার জন ‘অযোগ্য’দের নাম পাওয়া যায়। এরপরই SSCর শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষায় ‘অযোগ্য’দের সুযোগ দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে চাকরিপ্রার্থীদের একাংশ।

